COVID 19 Third Wave: জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত বহু শিশু, কর্ণাটকে করোনার তৃতীয় ঢেউ? বাড়ছে আশঙ্কা
Corona (Photo Credit: File Photo)

বেঙ্গালুরু, ১৮ সেপ্টেম্বর: কর্ণাটকে (Karnataka) কি করোনার তৃতীয় (COVID 19 Third Wave) ঢেউ শুরু? এমনই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে৷ তবে কর্ণাটকের ১২টি জেলায় করোনার (Corona) তৃতীয় ঢেউ শুরু হয়েছে, এমন নিশ্চয়তা নেই৷ যদিও এই রাজ্যের ১২টি জেলায় ক্রমাগত শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশির প্রবণতা বাড়ছে৷ সেই সঙ্গে জ্বরে আক্রান্ত শিশুদের মধ্যে শ্বাসকষ্টও দেখা দিচ্ছে বলে খবর৷ যা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷

রিপোর্টে প্রকাশ, গত ১৫ দিন ধরে কর্ণাটকের বিভিন্ন হাসপাতালে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত শিশুদের (Children) খোঁজ মিলছে৷ বেলারি, ইয়াগির, চিক্কাবাল্লাপুর, চিত্রদুর্গ জেলায় শিশুদের আক্রান্তের খবর মিলছে৷ ফলে রাইচুর, রামনগর, বিদার, বিজয়পুরা, কালবুর্গির বিভিন্ন হাসপাতালে (Hospital) একাধিক শিশুকে ভর্তি করা হচ্ছে৷ তবে জ্বরে আক্রান্ত শিশুদের রিপোর্টে কোভিডের কোনও ইঙ্গিত মেলেনি৷

আরও পড়ুন: Rakhi Sawant: 'সিধু পাঞ্জাব রাজনীতির রাখি সাওয়ান্ত', আপ নেতাকে একহাত অভিনেত্রীর

বেঙ্গালুরুর (Bengaluru) কে সি হাসপাতালের তরফে জানানো হয়, গত ১৫ দিন ধরে বহু শিশুর চিকিৎসা তারা শুরু করেছে৷ বেশ কয়েকজনের পরীক্ষা নীরিক্ষার পর নিউমোনিয়া এবং ডেঙ্গুর ইঙ্গিত মিলেছে৷ তবে করোনা পিজিটিভের খবর মেলেনি এখনও পর্যন্ত৷ বেঙ্গালুরুর কে সি হাসপাতালে ভর্তি শিশুদের আরটিপিসিআর টেস্টও করা হয়েছে বেশ কয়েকজনের৷ তবে কেউই করোনায় আক্রান্ত নয় বলে জানা যায়৷

বেলারির একাধিক হাসপাতালে শিশুদের ভর্তি করা হয়েছে৷ ওইসব শিশুদের চিকিৎসাও চলছে৷ রাজ্যের প্রান্তিক হাসপাতালগুলির অবস্থা বেশ আশঙ্কাজনক৷ সেখানে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে৷ বেলারির ওই হাসপাতালে শিশুদের জন্য ৩০টি বেড রয়েছে৷ কিন্তু রোগীর চাপ বাড়ছে৷ সেই কারণে ওই হাসপাতালে অতিরিক্ত আরও ২৩টি বেডের আয়োজন করা হচ্ছে বলে খবর৷

তালুক হাসপাতালে শিশুদের ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে৷ প্রতিদিন ওই হাসপাতালে ১৫০ থেকে ২০০ জন শিশুর জ্বরের চিকিৎসা চলছে৷ প্রত্যেকেই ভাইরাল ফ্লুতে আক্রান্ত বলে খবর৷

চিক্কাবাল্লাপুরেও শিশুদের মধ্যে বাড়ছে জ্বর, সর্দি, কাশি সহ ভাইরাল ফ্লুতে আক্রান্তের সংখ্যা বড়ছে৷