ATM (File Photo)

থানে, ৬ সেপ্টেম্বর: এটিএম ভেঙে ১ লাখ টাকা লুট করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে (Thane) জেলার একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম (ATM) কাউন্টারে। তিন দুষ্কৃতীর মধ্যে দু'জন পিপিই, বাকি একজন নিরাপত্তারক্ষীর পোশাক পরে শনিবার মাঝরাতে কল্যাণের মহারাল গ্রামের ওই এটিএমে ঢোকে। এরপর কাটার দিয়ে এটিএম ভেঙে ফেলে।

কল্যাণ তালু থানার এক আধিকারিক জানিয়েছেন, দুষ্কৃতীরা এটিএম সেন্টারে লাগানো সিসিটিভি ক্যামেরা পুড়িয়ে দেয় এবং পালানোর আগে মেশিন থেকে ১ লাখ নগদ নিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আরও পড়ুন: NEET PG 2021: আজই প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড, জানুন কোথা থেকে, কীভাবে ডাউনলোড করবেন

পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।