NEET PG 2021: আজই প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ড, জানুন কোথা থেকে, কীভাবে ডাউনলোড করবেন
প্রতীকী ছবি (Photo Credits: Unsplash.com)

নতুন দিল্লি, ৬ সেপ্টেম্বর: আজ ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা NEET PG 2021 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনের (NBE) অফিসিয়াল ওয়েবসাইট nbe.edu থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট। আগামী ১১ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হবে। ডাক্তারির MD, MS, PG ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়।

করোনাভাইরাস পরিস্থিতির জেরে একাধিকবার এই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষার হওয়ার ছিল। তা পিছিয়ে এপ্রিল, তার পর অগাস্টে পরীক্ষা হবে বলে জানানো হয়েছিল। শেষে ১১ সেপ্টেম্বর পরীক্ষার দিন ধার্য হয়। পরীক্ষা কেন্দ্রগুলিতে কোভিড বিধি মানা হবে। পরীক্ষার্থীদের ফেসশিল্ড, মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হবে, দূরত্ববিধি মেনে বসানো হবে।

NEET PG-র অ্যাডমিট কার্ড কোথা থেকে কী ভাবে ডাউনলোড করবেন:

  • NEET PG-র অফিসিয়াল ওয়েবসাইট- nbe.edu.in-তে যান
  • এর আবেদনের নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন
  • নির্ধারিত অ্যাডমিট কার্ডের লিঙ্কে ক্লিক করুন এবং ডাউনলোড করুন
  • ভবিষ্যতের জন্য অবশ্যই প্রিন্টআউট করে নেবেন