গুয়াহাটি, ৩১ অগাস্ট: অসমে পরপর ৩টি মাদ্রাসা (Madrasa) ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গাইগাঁওয়ে বুধবার আরও একটি মাদ্রাসা ভেঙে দেয় অসম সরকার। বঙ্গাইগাঁওয়ের ওই মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে আল কায়দা যোগের অভিযোগ ওঠে। তারপরই ওই মাদ্রাসাটি ভেঙে দেওয়া হয় বলে জানা যায়। অসমে পরপর মাদ্রাসা ভাঙার বিষয়ে মুখ খুললেন মৌলনা বদরুদ্দিন আজমল।
Assam | State has lakhs of schools, if an individual is found to be a criminal, they are the ones who're arrested. It should be the same for Madrasas, only culprits should be arrested: Maulana Badruddin Ajmal, AIUDF President on Assam Govt's bulldozer drive on Madrasas pic.twitter.com/S8mVUXmC7r
— ANI (@ANI) August 31, 2022
মৌলনা বলেন, এই মাদ্রাসায় দুঃস্থ শিশুদের পড়ানো হয়। মাদ্রাসাগুলি তৈরির জন্য ২০-৩০ বছর ধরে অর্থ সংগ্রহ করা হচ্ছে। অথচ সরকার একদিনেই তা গুড়িয়ে দিল বলে ক্ষোভ প্রকাশ করেন বদরুদ্দিন আজমল।
আরও পড়ুন: Assam: শিক্ষকদের সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ, ভাঙা হল অসমের মাদ্রাসা
মৌলনা আরও বলেন, অসম (Assam) জুড়ে কয়েক লক্ষ স্কুল রয়েছে। সেই সমস্ত স্কুলগুলিতে যদি কেউ অপরাধ করেন, তাহলে শুধুমাত্র তাঁকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়। মাদ্রাসার ক্ষেত্রেও সেই একই আইন প্রযোজ্য হওয়া উচিত। যে বা যারা অপরাধী, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক বলে দাবি করেন মৌলনা।