মোদি ট্রাম্পের ফাইল ছবি(Photo Credits: PTI)

শ্রীনগর, ২১ ফেব্রুয়ারি: আর দুদিন বাদেই ভারতে আসছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। এদিকে আগামী ৫ মার্চ থেকে ২০ মার্চ এই সময়সীমায় সদ্য কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) পঞ্চায়েত নির্বাচনের কথা ছিল। তবে তা স্থগিত হয়ে গিয়েছে, এখন জানা গেল প্রকৃত কারণ। উপত্যকায় আসন্ন নির্বাচন প্রক্রিয়া পূর্ব নির্ধারিত দিনে সম্পন্ন হলে, আগামী কয়েকদিনের মধ্যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের মনোনয়ন জমা দেওয়া ও প্রত্যাহারের প্রক্রিয়াটি চলত। একই সময় ভারতেই থাকছেন ট্রাম্প। তাই দিল্লি চায় না ট্রাম্পের সফর চলাকালীন কাশ্মীরের নির্বাচন সংক্রান্ত কোনও কাজ হোক। সেকারণেই উপত্যকার পঢ্চায়েত নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ৩৭০ ধারা তুলে দেওয়া পরবর্তী কাশ্মীর ভাল আছে। এমনটাই বহির্বিশ্বে প্রচার করে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদি। এ বিষয়ে পাকিস্তানকে দাবিয়ে রাখতে সবথেকে বেশি জরুরি মার্কিন রাষ্ট্রপতিকে সন্তুষ্ট করা। এমনিতেই উপত্যকায় চোরাগোপ্তা নাশকতা নতুন কিছু নয়। তারসঙ্গে যদি ভোটের পারদ মেশে তবে হামলা তো হবে। মার্কিন রাষ্ট্রপতির সফরকালে কাশ্মীরে গুলিগোলা চললে তা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে বাধ্য। কাশ্মীর নিয়ে যে গালভরা বক্তব্য রেখেছেন মোদি, তা-ও ফাঁস হয়ে যাবে। সেসব আটকাতেই এই বন্দোবস্ত করা হয়েছে। শুধু তাই নয়, কাশ্মীরে ভোট হবে আর সেখানকার রাজনৈতিক দলগুলি নির্বাচন বয়কট করবে। এ দৃশ্য বিব্রতকর। মার্কিন রাষ্ট্রপ্রধানের সামনে এমন বিড়ম্বনায় পড়তে নারাজ নয়াদিল্লি। এমনিতেই খবর  রয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অংশ নিচ্ছে না, কংগ্রেস, সিপিএম, ন্যাশনাল কনফারেন্স, পিডিপি-র মতো রাজনৈতিক দলগুলি। আরও পড়ুন-Asian Wrestling Championships: এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনার মেয়েদের জয়জয়কার, দিব্যা কাকরান পিঙ্কি রানি সরিতা মোর

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, খবর ছিল রাজনৈতিক দলের প্রার্থীর উপরে জঙ্গি হামলা হতে পারে। ট্রাম্পের সফর কালে এমন কিছু ঘটলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলি ঝাঁপিয়ে পড়বে। আর তা কখনওই কাম্য হতে পারে না। এদিকে চলতি মাসেই নির্বাচন কমিশন নোটিস জারি করেছিল, পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার জন্য ২২ ও ২৩ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য হয়। স্ক্রুটিনির দিন ঠিক হয়েছিল ২৪ ফেব্রুয়ারি। আর মনোনয়ন প্রত্যাহারের দিন ২৫ ফেব্রুয়ারি। এদিকে ট্রাম্প ভারত সফরে আসছেন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।