অনন্তনাগের (Anantnag) কোকেরনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই অব্যাহত। গত শনিবারের তল্লাশি অভিযানে শহিদ হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। আরেকজন আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। পুলিশসূত্রে জানা গিয়েছে এই এনকাউন্টারে একাধিক সাধারণ নাগরিকও জখম হয়েছে। জঙ্গিরা মূলত জনবহুল এলাকাতে লুকোনোর চেষ্টা করছে। আর সেখানেই এনকাউন্টারের পাল্টা জবাব দিতে জঙ্গিরা গুলি চালায়। আর তাতেই আহত হয়েছে বেশ কয়েকজন এলাকাবাসী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা বিপদমুক্ত রয়েছে বলে খবর। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, "গোপনসূত্রে নিরাপত্তা বাহিনী জানতে পারা যায় যে গাগরমান্ডুতে পাক জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। সেইমতো উপরের দিকে বাহিনী অভিযান চালায়। জঙ্গিদের দেখেই জওয়ানরা গুলি চালায়। তাঁরাও পাল্টা উত্তর দেয়"।

আইজি ভিকে বিড়ডি (VK Birdi) আরও বলেন যে, "উপত্যকায় এখনও অভিযান চলছে। গতকাল এই অভিযানে দুই জওয়ান শহিদ হয়েছে এবং একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁর অবস্থা এখন স্থীতিশীল রয়েছে। তদন্ত করে জানা যায় জঙ্গিদের গুলিতে কিছু সাধারণ মানুষও আহত হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। আন্দাজ করা যাচ্ছে যে মোট ৩-৪ জন জঙ্গি রয়েছে। এরা কেউই এদেশের নয়। এখনও তল্লাশি চলছে। গুলি বিনিময় অব্যাহত রয়েছে"।