Kumbh Mela 2021: করোনাকালে কুম্ভমেলা, ভিড় এড়াতে কাজে লাগছে আইআইটি রুরুকি-র অ্যাপ
কুম্ভমেলার ফাইল ছবি (Photo Credits: IANS)

হরিদ্বার, ২৯ ডিসেম্বর: কুম্ভমেলার (Kumbh Mela) সময় ভিড়ের উপরে নজরদারি চালাতে আইআইটি রুরুকি-র তৈরি অ্যাপসের উপরেই ভরসা রাখল কুম্ভমেলা কর্তৃপক্ষ। নবভারত টাইমসের খবর অনুসারে ওই অ্যাপের নামকরণ করা হয়েছে ট্র্যাকার। এই ট্র্যাকারই পনাকে বলে দেবে কোথায় ভড় রয়েছে। তাহলে পুণ্যার্থী ভিড়ের খবর আগেভাগে পেয়ে গেলে সেই জায়গাটি এড়িয়ে যেতে পারবেন। মহামারী করোনাভাইরাস সংক্রমণের সময় এই ট্র্যাকারই ভিড় থেকে দূরে থাকতে পুণ্যার্থীকে সাহায্য করবে। রীতিমতো জিপিএস ডেটা অ্যানালাইস করে এই অ্যাপ আপনাকে বলে দেবে মেলায় আগত প্রত্যেকের অবস্থান। আরও পড়ুন-Mutant COVID-19 Strain: করোনার নতুন স্ট্রেনের কাঁটা, ইংল্যান্ডর ৮০০-রও বেশি পর্যটক এখন রাজস্থানে

যেহেতু বর্তমানে মহামারীর প্রকোপ দেশে খানিকটা কমেছে তাই অখিল ভারতীয় আখড়া পরিষদ চাইছে হরিদ্বারে কুম্ভমেলা যেন বড় করেই হয়। ইতিমধ্যেই কুম্ভমেলা উপলক্ষে ও মাঘ মেলা আয়োজনের ব্যবস্থাপনা দেখতে নতুন বছরে প্রয়াগরাজ পরিদর্শনে আসার জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে আমন্ত্রণ জানিয়েছে অখিল ভারতীয় আখড়া পরিষদ। এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।