Kailash Manasarovar Yatra 2025 (Photo Credit: X@DDNewslive)

এই বছরের জুন থেকে শুরু হবে বিদেশ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত কৈলাস মানস সরোবর যাত্রা (Kailash Manasarovar Yatra 2025) চলবে ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত। বুধবার এই যাত্রার জন্য রেজিস্ট্রেশন করা যাত্রীদের নির্বাচনের জন্য কম্পিউটারাইজড ড্র পরিচালনা করেছেন। মন্ত্রক সূত্রে খবর এই বছর ৫৫৬১ জন আবেদনকারী অনলাইনে সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে ৪০২৪ জন পুরুষ আবেদনকারী এবং ১৫৩৭ জন মহিলা আবেদনকারী ছিলেন। কম্পিউটারাইজড ড্র এর মাধ্যমে মোট ৭৫০ জন যাত্রী নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য প্রতি ব্যাচে দু'জন করে এলও রয়েছন।

জানা গেছে লিপুলেখ রুট দিয়ে ৫০ জন যাত্রী সম্বলিত ৫টি ব্যাচ এবং নাথু লা রুট দিয়ে ৫০ জন যাত্রীর ১০টি ব্যাচ মানস সরোবরের দিকে যাত্রা শুরু করবেন। তবে উভয় রুটই এখন সম্পূর্ণরূপে মোটরযান চলাচলের উপযোগী এবং খুব কম ট্রেকিং করতে হবে। রুট এবং ব্যাচের বিবরণ যাত্রার ওয়েবসাইটে পাওয়া যাবে।