নয়াদিল্লিঃ ফের গুলির শব্দে কাঁপল উপত্যকা। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) বারামুলায় (Baramulla)সেনা-জঙ্গি গুলির লড়াই। উরি সেক্টরের বারামুলার টিক্কা পোস্টের কাছে (Tikka Post)শুরু হয় গুলির লড়াই। জঙ্গিদের (Terrorist) গুলিতে নিহত এক জওয়ান। সেনাবাহিনী সূত্রে খবর, জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিতে সক্ষম ভারতীয় সেনা। গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি।
পাক জঙ্গিদের গুলিতে মৃত সেনা জওয়ান
জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩ টে থেকে শুরু হয় গুলির লড়াই। সেনা সূত্রে খবর, রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল পাক জঙ্গিরা। লাইন অফ কন্ট্রোল পার করতেই ভারতীয় সেনার মুখের পড়ে তারা। বিপদ বুঝে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা। বেশকিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। সেনার দাবি, জঙ্গিদের গুলিতে আহত হন এক সেনা জওয়ান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে দেশে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাই ইতিমধ্যেই আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিমানবন্দরগুলিতে জারি হতে চলেছে হাই অ্যালার্ট। বাড়ানো হচ্ছে নিরাপত্তা। অন্যদিকে সীমান্তেও বাড়ানো হয়েছে নজরদারি।
স্বাধীনতা দিবসের আগে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জঙ্গিদের গুলিতে শহিদ সেনা জওয়ান
A soldier was killed during a firefight near the Line of Control in #Uri, #Jammu and #Kashmir, amidst an infiltration attempt by armed intruders. The incident occurred late on 12th August, involving intruders with firing support from the #Pakistan Army, marking a significant… pic.twitter.com/sSgfG0Wt4u
— Business Today (@business_today) August 13, 2025