নতুন দিল্লি, ১৪ অক্টোবর: শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে কানাডা সরকার ভারতীয় রাষ্ট্রদূতকে 'সন্দেহভাজন' বলে ঘোষণা করার পরই ক্ষুব্ধ হয়ে কঠোর পদক্ষেপ নিল ভারত সরকার। ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনার Stewart Ross Wheeler সহ ৬ জন কুটনীতিবিদদের দেশ ছাড়ার নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার। আগামী শনিবার, ১৯ অক্টোবর রাত ১১টা ৫৯-এর মধ্যে কানাডার কুটনীতিবিদদের ভারত ছাড়তেই হবে বলে প্রেস বিবৃতি জারি করল বিদেশ মন্ত্রক। ভারতে কানাডার কার্যনিবাহী হাইকমিশনার স্টেওয়ার্ট রস হুইলারকেও দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন কানাডার যে ৬ কুটনীতিবিদদের দেশ ছাড়ার নির্দেশ দিল দিল্লি
The Government of India has decided to expel 6 Canadian diplomats. They are to leave India by or before 11:59 PM on Saturday, October 19, 2024. MEA issues a press statement -
1. Stewart Ross Wheeler, Acting High Commissioner
2. Patrick Hebert, Deputy High Commissioner
3.… pic.twitter.com/PPO3aIk8pU
— ANI (@ANI) October 14, 2024
পাশাপাশি কানাডা থেকে হাই কমিশনার, কুটনীতিবিদদের দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। জাস্টিন ট্রুডোর দেশের সঙ্গে ভারতের সব রকম কুটনৈতিক সম্পর্ক বন্ধ হওয়ার পথে। বেশ কয়েক মাস ধরে এই ইস্যুতে মোদী ও ট্রুডো প্রশাসনের মধ্য়ে কার্যত ঠান্ডা যুদ্ধ চলছে। তবে এবার দ্বিপাক্ষিক সম্পর্কে একেবারে চরম পদক্ষেপের পথে গেল ভারত।
ভারত থেকে ৮ লক্ষাধিক পড়ুয়া কানাডায় গিয়েছেন। সঙ্গে পেশাগত, জীবিকার কারণে সেখানে থেকে বহু ভারতীয়। ভারত সরকার হাই কমিশনারকে ডেকে নেওয়ায় কানাডায় বসবাসকারী ভারতের ছাত্রছাত্রীদের নিয়ে আশঙ্কা তৈরি হল।
গত বছর জুনে পশ্চিম কানাডায় গুলি করে খুন করা হয় খালিস্তানী আন্দোলনের প্রধান নেতা হরদীপ সিং নিজ্জর-কে। কানাডা শুরু থেকেই এই খুনের পিছনে ভারতের প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ করে আসছে। ভারতে নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) এর প্রধান নিজ্জর খুনের তদন্তে নেমে খনি হিসেবে এক ভারতীয় এজেন্টের খোঁজ পায় বলে দাবি করে ট্রুডো প্রশাসন। নিজ্জর খুনে কানাডার ভারতীয় রাষ্ট্রদূতকে 'সন্দেহভাজন' অ্যাখা দেয় কানাডার তদন্তকারীরা। নয়া দিল্লি শুরু থেকেই কানাডর এই অভিযোগ অস্বীকার করছে।