Mumbai Police Reunite Missing Child With Family Photo Credit: Twitter@MumbaiPolice

মুম্বাই পুলিশ তাদের দক্ষতা এবং সময়োপযোগী কার্যকলাপের জন্য পরিচিত, অনেক ক্ষেত্রে সময়মতো তার সমাধান করার উদাহরণ টাটকা থাকলেও সম্প্রতি একই রকম আরেকটি ঘটনা সামনে এসেছে। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিল মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের  টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার কথা উল্লেখ করা হয়।

 

এরপর মুম্বাই পুলিশের টুইটার একাউন্ট থেকে সেই নিখোঁজ শিশুসহ তাঁর মায়ের ছবি শেয়ার করা হয়। সেই ছবিতে শিবডি থানার ইন্সপেক্টর সুরাশ সাহানে, পুলিশ নায়েক বিনোদ মোতে এবং সংকেত কাম্বলিকেও দেখা যায় যারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এক ঘন্টার মধ্যে  তাকে খুঁজে বের করতে এবং নিরাপদে তার মায়ের কাছে হস্তান্তর করতে  অক্লান্ত পরিশ্রম করেছে।