Bombay High Court (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ শুধু খুন নয়। মাকে খুন করে দেহাংশ রান্না করে খেয়েছিল ছেলে। এ বার অভিযুক্তর মৃত্যুদণ্ড বহাল বহাল রাখল বম্বে হাইকোর্ট। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের ২৮ অগস্ট। মাকে খুন করে তাঁর দেহাংশ রান্না করে খায় মহারাষ্ট্রের কোলাপুরের সুনীল কুচকোরাভি। মদ কিনতে টাকা না দেওয়ায় এই নৃশংস ঘটনা ঘটায় সে। এই মামলায় ২০২১ সালে সুনীলকে মৃত্যুদণ্ড দেয় কোলাপুর আদালত। নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানানান সুনীলের আইনজীবী। মঙ্গলবার এই মামলার শুনানিকালে এই ঘটনাকে বিরলতম আখ্যা দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখে বম্বে হাইকোর্ট। এদিন বম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে, "এই মামলাটি বিরলের মধ্যে বিরলতম। এটা নরখাদকের প্রমাণ।" অভিযুক্তের শোধরানো সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মন্তব্য “যদি দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তাহলে জেলেও সে এরকম অপরাধ করতে পারে।” এরপরই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত জানানো হয় সুনীলকে।

মাকে খুন করে রান্না করে খেল ছেলে, নরখাদকের সঙ্গে তুলনা হাইকোর্টের