অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১১ ফেব্রুয়ারি: তৃতীয়বার মুখ্যমন্ত্রী (CM) হওয়ার পথে আপ (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। গত ২২ বছর ধরে দিল্লি (Delhi) দখলের লড়াইয়ে ডাহা ফেল কংগ্রেসের। এবারও টিকতে পারল না বিজেপি। ডাহা ফেল কংগ্রেসের। এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি কংগ্রেস। জয়ের আঁচ পেয়েই নীল ও সাদায় সেজে উঠেছে দিল্লিতে আম আদমি পার্টির সদর দফতর।সেখানে আপ নেতাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পলিটিকাল স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোর।

আপের সদর দফতরের সামনে সমর্থক ও কর্মীদের ভিড় শুরু হয়ে গিয়েছে। কেউ পোস্টার, কেউ ফুল, অধিকাংশের হাতেই রয়েছে দলের প্রতীক ঝাঁটা, কেউ আবার নিজের সন্তানকে কেজরিওয়াল সাজিয়ে হাজির হয়েছেন অফিসের সামনে।তবে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে শাহিনবাগ। সেখানে পিছিয়ে আপ। ওখলা কেন্দ্রে এগিয়ে বিজেপির ব্রহ্ম সিং। পিছিয়ে উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া। আরও পড়ুন, আজই অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়ালের জন্মদিন, জিতলে তাই ডবল সেলিব্রেশন

আর কয়েকঘণ্টা অপেক্ষার পড়ি নির্ধারণ হয়ে যাবে দিল্লির আসনে কে বসতে চলেছে। তবে সেই অপেক্ষা করতেও রাজি নয় কর্মী-সমর্থকরা। মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণের মাধ্যমেই উত্‍সবের মেজাজে মজেছে দিল্লি। পার্টির দফতরেও চলছে তারই প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। কেজরিওয়ালের এই জয় গণতন্ত্রের জয় বলে টুইট করেন তিনি। ফোন করেও শুভেচ্ছা জানিয়েছেন।

এখনও পর্যন্ত ৫৭-১৩ তে লিড করছে আপ। ব্যাপক ব্যবধানে পিছিয়ে বিজেপি। গণনা শুরু হওয়ার প্রথম ভাগেই ৪০ টি আসন পাকা করে নিয়েছিল আপ। তখনই একপ্রকার পরিষ্কার ছিল আপের জয়। দিল্লির ফলাফল নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানিয়েছেন,"সবাই জানত কেজরিওয়াল জিতবেন। তাঁর জয় বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে জয়।"