শ্রীনগর, ২২ এপ্রিল: দক্ষিণ কাশ্মীরের (Jammu And Kashmir) পহেলগামে (Pahalgam) পর্যটকদের উপর মঙ্গলবার হামলা চালায় জঙ্গিরা (Terrorist Attack)। পহেলগামের বৈসরণে (Baisaran) জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। যার জেরে এখনও পর্যন্ত ১২ জন পর্যটকের আহত হওয়ার খবর মিলেছে। প্রত্যেক বছর কয়েক হাজার পর্যটক কাশ্মীরে যান বেড়াতে। সেই পর্যটকদের উপরই এবার হামলা চালানো হয় পহেলগামের বৈসরণে। পর্যটকদের উপর জঙ্গিরা হামলা চালাতেই হু হু করে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করে। সেই সঙ্গে পর্যটকদের কান্নার শব্দে, হাহাকারে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে শুরু করে।
জঙ্গি হামলার পরপরই সেখানে পৌঁছে যায় নিরাপত্তা রক্ষীরা...
#WATCH | Terrorist attack on tourists reported in Jammu & Kashmir's Pahalgam; Security Forces mobilised. Further details awaited.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/z8g7rQeiUD
— ANI (@ANI) April 22, 2025
গোটা এলাকা ঘিরে ফেলা হয় জঙ্গি নিকেষ করতে। আকাশ পথেও শুরু হয় তল্লাশি...
#WATCH | Firing incident reported in Jammu & Kashmir's Pahalgam; Security Forces mobilised
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/25cNRRk0a8
— ANI (@ANI) April 22, 2025
হামলার পরপরই এক মহিলা জানান, তাঁর স্বামীর মাথায় গুলি লাগে। কোনওক্রমে ওই মহিলা প্রাণে বেঁচে যান। বাকি আর ৭ জন পর্যটক জঙ্গিদের গুলিতে আহত হন। নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে। হামলার পর কোনও দল এখনও দায় স্বীকার করেনি। তবে কড়া তল্লাশি শুরু হয়েছে গোটা এলাকায়।
গোটা এলাকায় শুরু হয় তল্লাশি...
#WATCH | Firing incident reported in Pahalgam, J&K; Police and Security Forces present on the spot
Details awaited. pic.twitter.com/Ev9HXFjZZ7
— ANI (@ANI) April 22, 2025
প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য
বৈসরণে জঙ্গি হামলার পর জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তাঁর বক্তব্য প্রকাশ করেন। তিনি বলেন, বৈসরণের হামলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ ধরনের হিংসা নিন্দার অযোগ্য। ফলে গোটা ঘটনার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
পর্যটকদের দু হাত বাড়িয়ে আপ্যায়ন করে কাশ্মীর। তাই এই ঘটনার তদন্ত হওয়া উচিত এবং দোষীরা যাতে শাস্তি পায়, সেই ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেন মুফতি।
বিজেপি নেতার নিন্দা
বিজেপি নেতা রবীন্দ্র রায়না বলেন, ভিতু পাকিস্তানি জঙ্গিদের এই প্রবৃত্তি ক্ষমার অযোগ্য। পাক জঙ্গিরা ভারতীয় সেনা, পুলিশের সঙ্গে লড়তে পারে না। তাই নীরিহ পর্যটকদের উপর হামলা চালায় বলে নিন্দা করেন রবীন্দ্র রায়না।
গত বছরের হামলা
প্রসঙ্গত গত বছর গগনগীরে এক চিকিৎসক এবং নির্মাণ কর্মীদের লক্ষ্য করে পাকিস্তানি জঙ্গিরা গুলি চালায়। ফলে পরপর ৬ জনের মৃত্যু হয় চিকিৎসক-সহ। গান্ডেরওয়াল জেলার গগনগীরে ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।