BMW Car, Representational Image (Photo Credit: Wikipedia)

হায়দরাবাদ, ২ জুন: বাবা বিএমডব্লিউ (BMW Car) কিনে দিতে পারেননি। প্রতিদিনের দিন মজুর বাবা কীভাবে বিএমডব্লিউর মত বিলাসবহুল গাড়ি কিনে দিতে পারবেন, তা নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝামেলা হয়। এদিকে পড়াশোনা ছেড়ে দেওয়ায়, বাবার সঙ্গে মাঠে কাজ করতেন  তেলাঙ্গানার (Telangana) বাসিন্দা তাঁর ২১ বছরের ছেলে। বাড়িতে বসে থাকার চেয়ে ২ একর জমির চাষবাষে বাবাকে সাহায্য করা ভাল। সেই চিন্তা থেকেই তিনি কাজ শুরু করেন। এর মাঝেও ২১ বছররে যুবক মদের নেশাও শুরু করেন।

গাড়ি কেনার  জন্য পিড়াপিড়ি করতেই ওই যুবকের বাবা তাঁকে মারুতি সুইফ্ট ডিজ়ায়ার কিনে দেবেন বলে জানান। সিদ্ধিপেটের গাড়ির শোরুমেও ছেলেকে নিয়ে যান তাঁর বাবা। তবে মারুতি ডিজ়ায়ার কিনতে একেবারেই রাজি ছিলেন না তেলাঙ্গানার ওই কৃষকের ছেলে। বিএমডব্লিউ কিনে না দেওয়ায় এরপর বছর ২১-এর যুবক আত্মহত্যা (Suicide) করেন বলে জানা যায়।

আরও পড়ুন: ওলার সঙ্গে গাঁটছড়া, ভারতে ব্যাটারি চালিত গাড়ি আনছে টাটা গোষ্ঠী

পুলিশ অভিযোগ দায়ের করেছে। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী চলছে তদন্ত প্রক্রিয়া।