প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ ভিড়ের মধ্যে মহিলাদের যৌন হেনস্থার(Sexual Assault) ঘটনা নতুন নয়। ভিড় জায়গা, ভিড় বাসে(Bus) বা ট্রামে প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হয়ে হয় মহিলাদের। তবে আর মহিলাদের সঙ্গে অভব্য আচরণ নয়, এ বার কড়া হাতে এই ধরনের অপরাধের শাস্তি দেবে 'শি টিম।' সম্প্রতি তেলেঙ্গানায় যৌন হেনস্থার চেষ্টার অভিযোগে ২৮৫ জনকে গ্রেফতার করল তেলঙ্গানা পুলিশের(Telangana Police) 'ওমেন্স সেফটি উইং(Women’s Safety Wing)।' জানা গিয়েছে, হায়দরাবাদের রতাবাদ বড় গণেশ উৎসবে যৌন হেনস্থার শিকার হন বহু মহিলা। এরপরই তদন্তে নেমে এক সপ্তাহের মধ্যে মোট ২৮৫ জনকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশের মহিলা সুরক্ষা দল। মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, কটূক্তি,অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগে গ্রেফতার করা হয় বলে খবর। ধৃতদের ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর। মহিলাদের সঙ্গে এই ধরনের আচরণ আর বরদাস্ত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে হায়দরাবাদ পুলিশ। সেই সঙ্গে এই ধরনের ঘটনা দেখলেই পুলিশকে জানানোর আবেদনও করা হয়েছে।

গণেশ পুজোর ভিড়ে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, আটক ২৮৫