Arrested (Photo Credit: Pixabay)

হায়দরাবাদ, ২৪ সেপ্টেম্বর: তেলাঙ্গানায় (Telangana) এবার সামাজিক বয়কটের মুখে পড়ল একটি পরিবার। হায়দরাবাদ (Hyderabad) থেকে ৩০ কিমি দূরের মেডকে এক দলিত পরিবারকে (Dalit Family) বয়কটের মুখে পড়তে হয়। মেডকে ৩৫ বছর ধরে বসবাসকারী একটি দলিত পরিবার সিদ্ধান্ত নেয়, এবার থেকে এলাকায় কারও মৃত্যু হলে তাঁরা আর ড্রাম (ডাপু) বাজাবেন না। এই সিদ্ধান্তের জেরেই (মাদিগা) দলিত পরিবারটিকে বয়কটের মুখে পড়তে হয়।

তেলাঙ্গানার বহু দলিত পরিবার এখনও পর্যন্ত ড্রাম বাজান তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে। যে অনুষ্ঠান থেকে কার্যত দূরে সরে থাকেন তথাকথিত উচ্চবর্ণের মানুষ। যা নিয়ে এবার ওই দলিত পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, তাঁরা আর ড্রাম বাজাবেন না। যা থেকে গন্ডগোলের সূত্রপাত।

তেলাঙ্গানার গ্রামের দিকে দলিত পরিবারগুলি যে ঐতিহ্য মেনে অনুষ্ঠানে ড্রাম বাজায়, তা  বন্ধ করার ডাক দিয়েই এবার বয়কটের মুখে পড়ে সংশ্লিষ্ট পরিবার। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় শোরগোল। ওই ঘটনার পর সংশ্লিষ্ট দলিত পরিবারকে  যাঁরা বয়কট করেন, তাঁদের মধ্যে থেকে ১৯ জনকে গ্রেফতার করা হয় বলে খবর।