
নয়াদিল্লিঃ পেশায় সরকারি ইঞ্জিনিয়ার। সেচ দফতরে কর্মরত। বিলাসবহুল জীবন। ছেলের ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর খরচ কোটি কোটি টাকা। এত প্রতিপত্তি দেখেই সন্দেহ হয় দুর্নীতি দমন শাখার। আর এরপরই সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারী অফিসারদের। রাজ্য সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিয়ে অগন্তি সম্পত্তির খোঁজ পাওয়া যায়। নুনে শ্রীধর নামে ওই ব্যক্তির নামে ১৯টি আবাসিক প্লট, একাধিক হোটেলে, কমপক্ষে চারটি ফ্ল্যাট, শেয়ার-সহ অগুন্তি স্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ মেলে।
সরকারি ইঞ্জিনিয়ারের নামে ভুড়িভুড়ি অভিযোগ, বাড়িতে ইডি হানা দিতেই সব পর্দাফাঁস
শুধু তাই নয়, গয়না, নগদ, ব্যাঙ্ক আমানতের হিসেব কষে শেষ করতে পারেননি তদন্তকারীরা। জানা গিয়েছে, হায়দরাবাদের শাইকপেটে স্কাই হাই নামে একটি বিলাসবহুল আবাসিক কমপ্লেক্সে ৪,৫০০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে তাঁর। এছাড়া ওই শহরেরই তেলাপুর, ওয়ারঙ্গল, করিমনগরের একধিক জায়গায় বিলাসবহুল বাড়ি ও ফ্ল্যাটের হদিশ মিলেছে। এছাড়া বহু হোটেলের মালিক তিনি। অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ও ঘুষ নিয়েই এই বিপুল পরিমাণ সম্পত্তি বানিয়েছেন তিনি। কালেশ্বরম লিফট সেচ প্রকল্পের মতো বৃহত্তর প্রকল্পেও দুর্নীতির অভিযোগ মিলেছিল। তাতেও জড়িত এই শ্রীধর এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই শ্রীধরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ মামলা দায়ের করা হয়েছে।
১৯ টি জমি, হোটেল, ভুড়িভুড়ি ফ্ল্যাট ও সোনাদানার মালিক, সরকারি কর্মচারীর বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ ইডি অফিসারদের
Raids by Anti-Corruption Bureau reveal Telangana irrigation engineer's lavish lifestyle: luxury villa, hotel stakes, crores in cash, gold, and land linked to alleged corruption#Telangana #Corruption #Raids #Engineer #Corrupt #ACB #NuneSridharhttps://t.co/iuCqJWcLek
— Business Standard (@bsindia) June 12, 2025