এসআইআরে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড (Aadhaar Card)। গত ৮ সেপ্টেম্বর এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নতুন ভোটারদের নাম নতিভুক্ত করতে ১২ তম পরিচয়পত্র হিসেবে গ্রহ করতে হবে আধার কার্ডকে। সেক্ষেত্রে আধার কার্ড যাচাই করার দায়িত্ব নির্বাচন কমিশনের। শীর্ষ আদালতের এই নির্দেশে খুশি বিরোধীরা। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে বড় জয় হিসেবে দেখছেন ইন্ডিয়া জোটের নেতারা।

তেজস্বী যাদবের প্রতিক্রিয়া

এই প্রসঙ্গে আরজেডি বিধায়ক তেজস্বী যাদব (Tejashwi Yadav) বলেন, “আমরা কেউ এসআইআরের বিরোধীতা করিনি। তবে যে পদ্ধতিতে করা হচ্ছিল সেটার বিরোধীতা করে এসেছি। অবশেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে। এটাই আমাদের বড় জয়। আধার কার্ড ভোটপ্রক্রিয়ায় ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন এই ক্ষেত্রে ধাক্কা খেয়েছে। এটাই আমাদের বড় জয়”।

দেখুন তেজস্বী যাদবের মন্তব্য

প্রকাশ্যে আনতে হবে ৬৫ লক্ষের নামের তালিকা

প্রসঙ্গত, চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআরের মাধ্যমে বাদ গিয়েছে ৬৫ লক্ষ ভোটার। এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বাদ যাওয়া ভোটারদেরল নাম প্রকাশ্যে আনতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশে খুশি ইন্ডিয়া জোটের নেতারা।