আর হাতে গুনে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ৬ নভেম্বর বিহারে প্রথম দফার নির্বাচন (Bihar Election 2025)। তবে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্যে হিংসার ঘটনা বেড়ে চলেছে। গত বুধবার পাটা জেলার মোকামায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে জন সুরাজ পার্টির নেতা দুলালচাঁদ যাদবের। সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে তিন তিনটি দিন। কিন্তু এখনও পলাতক মুখ্য অভিযুক্ত। এমনকী এই ঘটনার পর রাজ্যে নির্বাচন কমিশনার কোনও প্রয়োজনীয় পদক্ষেরপ গ্রহণ করেনি বলে দাবি বিরোধী শিবিরের। এই নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভপ্রকাশ করলেন আরজেডি বিধায়ক তেজস্বী যাদব।

কী বললেন তেজস্বী যাদব?

শনিবার তিনি এই প্রসঙ্গে তেজস্বী বলেন, “দিনেদুপুরে হত্যা হচ্ছে। তারপর নামমাত্র এফআইআর হচ্ছে। অপরাধীরা থানার সামনেই অবাদে ঘুরে বেরাচ্ছে, শাসক দলের হয়ে প্রচার করছে। ৪০ জন কনভয়ে ঘুরে বেরাচ্ছে, তাঁদের হাতে বন্দুক, গুলি থাকছে, একের পর এক হত্যা করে বেরাচ্ছে, কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিতে পারছে না। এখন তো রাজ্যে শান্তি, শৃঙ্খলা বজায় রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাঁরা কোথায়? কোনও ব্যবস্থা কেন নিচ্ছে না? নাকি সমস্ত আইনকানুন বিরোধীদের আটকানোর জন্যই লাগু করা হচ্ছে? খুন হোক বা অন্য কোন অপরাধমূলক ঘটনা, এখানে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না”।

দেখুন তেজস্বী যাদবের মন্তব্য

মোকামায় গুলিকাণ্ড

এদিকে অবশ্য পুলিশ ইতিমধ্যেই মোকামায় দুলালচাঁদ যাদবে হত্যাকাণ্ডে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৪ মূল অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। তাঁরা এখনও অধরা রয়য়েছে। এছাড়া কর্তব্যের গাফিলতির জন্য দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত, দুলালচাঁদ যাদব মোকামার বেশ প্রভাবশালী নেতা ছিলেন। একসময় আরজেডিতে ছিলেন, কিন্তু বছরখানেক আগে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টিতে যোগ দিয়েছিল সে।