নয়াদিল্লিঃ প্রেসক্রিপশন (Prescription) ছাড়া পেইন কিলার (Pain Killer) বিক্রি। ওষুধ (Medicines) খেয়ে মৃত্যু নাবালকের। গ্রেফতার ওষুধের দোকানের মালিক সহ এক। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। জানা গিয়েছে, স্থানীয় একটি ওষুধের দোকান থেকে পেইন কিলার কিনেছিল তিন নাবালক। এরপর সেই পেইন কিলার গুঁড়ো করে স্যালাইন ওয়াটারের সঙ্গে মিশিয়ে ইনজেকশনের মাধ্যমে এই ওষুধ গ্রহণ করে তারা। আর এরপরই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে তারা। ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাদের মধ্যে একজনের।
পেইন কিলার গ্রহণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল নাবালক
মৃত নাবালকের বয়স ১৭। এরপরই পুলিশের দ্বারস্থ হয় মৃত নাবালকের পরিবার। হায়দরাবাদের বালাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে ওষুধের দোকানের মালিক সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। কেন নাবালকদের ওই ওষুধ দেওয়া হল? প্রেসক্রিপশন কেন দেওয়া হল না? উঠছে নানা প্রশ্ন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অন্য দুই নাবালক। তাদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। হায়োদরাবাদ শহরের দু'টি আলাদা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে তারা। কেন এই ধরনের ঘটনা ঘটাল তারা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
পেইন কিলার ইনজেকশন নিতে গিয়ে বিপত্তি, মৃত্যু নাবালকের
Hyderabad Shocker: Teen Dies After Being Injected With Painkiller Medicine; 2 Arrestedhttps://t.co/WyAUdcbSIL#Hyderabad #Painkiller #PainkillerMedicine
— LatestLY (@latestly) April 21, 2025