Dead Body Representative photo (Photo Credits: Pixabay)

চেন্নাই, ৩ মার্চ: শরীর চর্চার মাঝে যে বিরতি পেয়েছিলেন, তার মধ্যেই খাবার খেতে যান৷ তার জেরেই যে মৃত্যু হবে, তা কল্পনাও করতে পারেননি, তামিলনাড়ুর (Tamil Nadu) এক বডি বিল্ডার৷ সম্প্রতি তসালেমে এক বডিবিল্ডার শরীরচর্চার মাঝে যে বিরতি পান, তখন পাউরুটি খেতে যান৷ এম হরিহরণ নামে ওই বডিবিল্ডার বিরতির মাঝে যখন পাউরুটি খেতে শুরু করেন, তখন তা তাঁর গলায় আটকে যায়৷ পাউরুটি গলায় আটকে গেলে, তাঁর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে বছর একুশের হরিহরণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে ভর্তির পরপরই হরিহরণের মৃত্যু হয় বলে খবর৷

আরও পড়ুন:  Telangana: ব্যাটমিন্টন খেলতে গিয়ে প্রবল শ্বাসকষ্ট, হৃদরোগ প্রাণ কাড়ল ৩৮-এর ব্যক্তির

সম্প্রতি হায়দরাবাদের (Hydearabad) একটি জিম থেকেও এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসে৷ যেখানে জিমের শরীর চর্চা করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক৷ জিমে থাকা সিসিটিভ ক্যামেরায় ওই ফুটেজ উঠে এলে তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়৷