Tamil Nadu: মধ্যপ্রদেশের পর তামিলনাড়ু, ডেল্টা প্লাসের সংক্রমণে প্রথম মৃত্যু দক্ষিণে
প্রতীকি ছবি

চেন্নাই, ২৬ জুন: কোভিডের (COVID 19) নয়া প্রজাতি ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু হল তামিলনাড়ুতে। ডেল্টা প্লাসের সংক্রমণের জেরে মাদুরাইতে প্রথম মৃত্যুর খবর মেলে। তামিলনাড়ুর স্বাস্থ্য দফতরের তরফে ওই খবর জানানো হয়েছে।

আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউয়ের মতোই কি তৃতীয় ঢেউও ভয়াবহ হতে চলেছে! কী জানাল আইসিএমআর

মাদুরাই, চেন্নাই, কাঞ্চপুরম সহ তামিলনাড়ু (Tamil Nadu) একাধিক জেলায় করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসের সংক্রমণ চোখে পড়তে শুরু করেছে। সম্প্রতি মধ্যপ্রদেশে প্রথম ডেল্টা প্লাসের (Delta Plus) সংক্রমণে মৃত্যু হয় ২ জনের। মধ্যপ্রদেশে ডেল্টা প্লাসের সংক্রমণে আরও ৭ জনের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়।

মধ্যপ্রদেশের পর এবার তামিলনাড়ু থেকেও এল ডেল্টা প্লাসে সংক্রমিত হয়ে মৃত্যুর খবর। তামিলনাড়ুর পাশাপাশি কেরল এবং মহারাষ্ট্রেও ডেল্টা প্লাস নামে করোনার এই নয়া প্রজাতির সংক্রমণের মিলেছে। এদিকে ডেল্টা প্লাসের সংক্রমণে বর্তমানে ৪৯ জনের সংক্রমণের খবর মিলেছে গোটা দেশ জুড়ে। ৪৯ জন ডেল্টা প্লাসে সংক্রমিত হলেও, একে করোনার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) প্রথম পর্ব বলে সম্মোধন করা যাবে না বলে জানানো হয়েছে আইসিএমআরের তরফে।