
আহমেদাবাদ, ১৪ জুনঃ অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগিতে অর্ডার করা খাবার বাড়িতে পৌঁছে দেওয়ার আগে সেই খাবারে ভাগ বসালেন খোদ ডেলিভারি বয়। সুইগি ডেলিভারি বয়ের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ। ঘটনাট ঘটেছে আহমেদাবাদে।
একটি আবাসনে খাবার পৌঁছে দিতে এসেছিলেন ওই ডেলিভারি বয়। খাবারের ঝোলা হাতে আবাসনের লিফটে ওঠেন ওই যুবক। পরনে তাঁর সুইগিইর টি-শার্ট। লিফটের দরজা বন্ধ হতেই খাবারের প্যাকেট খুলে এক টুকরো তুলে নেয় সে। আবার প্যাকেটটা আগের মত করে গুছিয়ে দেন। এরপর খাবারের মালিকের হাতে পৌঁছে দেন তাঁর অর্ডার করা খাবার। লিফটের মধ্যেকার সিসিটিভি ফুটেজ শেয়ার করেছেন অভিযোগকারী শ্রীথাই সুপারওয়্যার ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বালা রাজন। নিজের লিঙ্কডইন প্রোফাইল থেকে লিফটের সিসিটিভি ফুটেজটি তিনি শেয়ার করেছেন। তাঁরই অর্ডার করা খাবার চুরি করে খেয়েছিলেন সুইগির ডেলিভারি বয়। এমন ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন বালা।
খাবার পৌঁছে দিতে এসে চুরি করে খাচ্ছেন সুইগি ডেলিভারি বয়
এই ঘটনা তাঁকে নাড়িয়ে দিয়েছে। বেশ কিছু প্রশ্ন নিয়ে তিনি উদ্বিগ্ন।
তিনি জানতে চান, কেন সে এটা করলেন ওই ডেলিভারি বয়? এটা কি লোভ, নাকি কম আয়ের কারণে এমন কাজ করেছেন তিনি?
কোম্পানিগুলি কি ন্যায্য মজুরি দিচ্ছে? নাকি গিগ কর্মীদের এমন চরম পর্যায়ে ঠেলে দেওয়া হয়েছে যে অর্ডার করা খাবার চুরি করে খেতে হচ্ছে তাঁদের?
এই ঘটনার দায় কার? ওই ডেলিভারি বয়ের ব্যক্তি? ওই সংস্থার? নাকি শোষণকে স্বাভাবিক করে তোলে এমন ব্যবস্থার?
সবশেষে তিনি বলেন, কেউ যদি খাবার চুরি করে খেতে বাধ্য হন তাহলে বুঝতে হবে সমাজের সিস্টেমের কিছু খামতি তৈরি হয়েছে।