Swati Maliwal (Photo Credit: File Photo)

দিল্লি, ১৬ মে:  বিভব কুমারকে  (Bibhav Kumar ) সমন পাঠাল জাতীয় মহিলা কমিশন।  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের  (Arvind Kejriwal) পি এ বিভব কুমারকে বৃহস্পতিবার সমন পাঠানো হয় জাতীয় মহিলা কমিশনের তরফে। প্রসঙ্গত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের তাঁর সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করতে যান আপ সাংসদ স্বাতী মালিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অপেক্ষারত স্বাতী মালিওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রীর পি এ বিভব কুমার খারাপ আচরণ করেন বলে অভিযোগ। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা  নিয়ে শুরু হয় শোরগোল।

আরও পড়ুন: Arvind Kejriwal Silent On Swati Maliwal? পি এ-র হাতে হেনস্থা? স্বাতী মালিওয়াল প্রসঙ্গে প্রশ্ন এড়ালেন অরবিন্দ কেজরিওয়াল

স্বাতী মালিওয়াল বিষয়টি নিয়ে কোনও মন্তব্য না করলেও, সঞ্জয় সিং বুধবার সাংবাদিক সম্মেলন করেন। কেজরিওয়াল বিষয়টি সম্পর্কে অবগত। তিনি বিভব কুমারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করবেন বলে জানান আপ নেতা সঞ্জয় সিং।

এসবের মধ্যেই এবার বিভব কুমারকে নোটিশ পাঠাল জাতীয় মহিলা কমিশন।