নয়া দিল্লি, ৬ অগাস্ট: সুষমা স্বরাজের (Sushma Swaraj) জীবনাবসান। হঠাত্ অসুস্থ বোধ করার এইমসে ভর্তি হওয়ার আগে সন্ধ্যা ৭টা নাগাদ সুষমা স্বরাজ একটি টুইট করেন। তখন কে জানতে সেটাই তাঁর শেষ টুইট হবে! রাত ১০টা নাগাদ দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে হাসপাতালে ভর্তি করা হয়, আর কিছু সময় পরেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর তিন ঘণ্টা আগে নরেন্দ্র মোদি সরকারের কাশ্মীর নিয়ে নয়া সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সুষমা স্বরাজ। সেই টুইটের শেষে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে সুষমা লেখেন, ''পুরো জীবন ধরে এইটা দেখার অপেক্ষায় ছিলাম।('Was Waiting to See This Day In My Lifetime')। আরও পড়ুন-লাদাখ নিয়ে ভারতের এক তরফা সিদ্ধান্ত মানব না, আসরে নামল চিন
''प्रधान मंत्री जी - आपका हार्दिक अभिनन्दन. मैं अपने जीवन में इस दिन को देखने की प्रतीक्षा कर रही थी. @narendramodi ji - Thank you Prime Minister. Thank you very much. I was waiting to see this day in my lifetime.
— Sushma Swaraj (@SushmaSwaraj) August 6, 2019
প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ। গুরুতর অসুস্থ অবস্থায় আধঘণ্টা আগেই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল। সেখানেই ডাক্তারবাবুদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
চলতি বছরে লোকসভা নির্বাচনে জিতে বিজেপি ক্ষমতায় এলেও শ্রীমতী স্বরাজকে কিন্তু দ্বিতীয় মোদি সরকারের মন্ত্রিসভায় দেখা যায়নি। তিনি আগেভাগেই দায়িত্ব থেকে অবসর চেয়ে নিয়েছিলেন। এনিয়ে নানরকম গুঞ্জন উঠলেও তাতে পাত্তা দেননি। তবে শ্রীমতী স্বরাজ একা নন, দ্বিতীয় মোদি সরকারের জমানায় মন্ত্রীত্বের দাবিদার হতে চাননি প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলিও।