নতুন দিল্লি, ১৭ ডিসেম্বর: পেগাসাসকাণ্ডে (Pegasus Snooping) রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিশনের সমস্ত কাজে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এন ভি রমানা, বিচারপতি সূর্য কান্ত এবং হিমা কোহলির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। ইতিমধ্যেই পেগাসাসকাণ্ডের তদন্তে কমিটি গঠন করেছে শীর্ষ আদালত। তারপরও কী করে আলাদা কমিশন কাজ করছে রাজ্যে, প্রশ্ন তুলে স্থগিতাদেশ বিচারপতিদের। বর্তমান পরিস্থিতিতে পৃথক তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারির নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
পেগাসাসকাণ্ড সামনে আসতেই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লকুরের (Justice M B Lokur) নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিশন গঠন করে রাজ্য সরকার।সুপ্রিম কোর্টে এনিয়ে মামলা হলে রাজ্য সরকার জানিয়ে দেয়, তদন্ত কমিশন কাজ করবে না, গত শুনানিতে এই মৌখিক আশ্বাস দিয়েছিলেন রাজ্যের আইনজীবী। আরও পড়ুন: Congress MLA Comment On Rape: 'লজ্জাজনক, কুরুচিকর', কংগ্রেস নেতার 'ধর্ষণ' মন্তব্যের তীব্র প্রতিবাদ জয়া বচ্চনের
২৭ অক্টোবর পেগাসাসকাণ্ডের তদন্তে সাইবার বিশেষজ্ঞদের নিয়ে তিন সদস্যের প্যানেল নিযুক্ত করেছিল সুপ্রিম কোর্ট। প্যানেলে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রন।বাকি দুই সদস্য হলেন অলোক জোশী ও সন্দীপ ওবেরয়। শীর্ষ আদালত সেই সময় বলেছিল যে প্রতিটি নাগরিকের গোপনীয়তা রক্ষার জন্য সুরক্ষা প্রয়োজন। রাষ্ট্র কেবল জাতীয় নিরাপত্তার কথা বলতে পারে না। আদালত তাই নীরব দর্শক হিসেবে থাকবে না।