নয়াদিল্লি: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্যাংস্টার থেকে রাজনৈতিক নেতা পরিণত হওয়া আতিক আহমেদের এনকাউন্টার নিয়ে একাধিক মামলা (Atiq Ahmed Encounter Case) হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুক্রবার সেই সমস্ত মামলার শুনানির পর উত্তরপ্রদেশ সরকারকে (Uttar Pradesh Government) রাজ্যে ২০১৭ সাল থেকে হওয়া ১৮৩টি এনকাউন্টার (Encounter) সম্পর্কিত তদন্তের অবস্থা ও তথ্য হলফনামা (affidavit) দিয়ে জানাতে বলল সুপ্রিম কোর্ট।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এস রবীন্দ্র ভাট ও অরবিন্দ কুমারের ডিভিশনে বেঞ্চে আতিক আহমেদের এনকাউন্টার মামলা সংক্রান্ত একাধিক হলফনামার শুনানি হয়। তারপরই উত্তরপ্রদেশের সরকারের কাছ থেকে এনকাউন্টার সম্পর্কিত তথ্য চায় ডিভিশন বেঞ্চ।
আদালত রাজ্য সরকারের কাছ থেকে একথাও জানতে চায় সুপ্রিম কোর্ট ও জাতীয় মানবাধিকার কমিশনের যে গাইডলাইন রয়েছে পুলিশ তা মেনে চলে কিনা। আতিক আহমেদকে যেখানে পাঁচ থেকে ১০ জন মানুষ ঘিরে রেখেছিলেন তারপরও কী করে কেউ এসে তাকে এভাবে গুলি করতে মারতে পারে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিচারপতিরা। এর জবাবে উত্তরপ্রদেশ সরকারের তরফে আদালতকে জানানো হয় এই বিষয়ে ইতিমধ্যেই একটি চার্জশিট জমা দিয়েছে তারা। আরও পড়ুন: Nuh: নুহ-তে ফের বাড়ানো হল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মেয়াদ
Atiq Ahmed killing: SC seeks status of encounters cases that took place in UP since 2017
Read @ANI Story | https://t.co/WFPkLEBULz#UPGovernment #SupremeCourt #AtiqAhmedCase pic.twitter.com/KPecMdcYl9
— ANI Digital (@ani_digital) August 11, 2023