দিল্লি, ৪ অগাস্ট: গাড়ি দুর্ঘটনা নিয়ে এবার সুপ্রিম কোর্টের নয়া পর্যবেক্ষণ প্রকাশ্যে এল। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি জানানো হচ্ছে, তার এক্তিয়ারে থাকা MACT-এর কাছে আগে যেতে হবে। মোটর যান আইনের ১৬৬ নম্বর ধারার অধীনে ক্ষতিপূরণের জন্য আবেদন করা এখানে বাধ্যতামূলক নয়। এক্ষেত্রে দুর্ঘটনার পর যাঁরা ক্ষতিপূরণের আবেদন করবেন, তাঁরা প্রথমে স্থানীয় MACT এর সাথে যোগাযোগ করতে পারেন। সম্প্রতি এমনই একটি মামলা দায়ের করা হয়, যেখানে আবেদনকারীর তরফে জাননো হয়, দুর্ঘটনাটি শিলিগুড়িতে হয়। ফলে আবেদনকারী ক্ষতিপূরণের জন্য যে দাবি করেন, তার সিদ্ধান্ত নেওয়া দার্জিলিং-এর MACT-এর পক্ষে সমীচীন হবে বলে জানানো হয় সুপ্রিম কোর্টের তরফে।
যদিও আবেদনকারীরা উত্তরপ্রদেশের ফতেহগড়ে যে MACT রয়েছে, সেখানে যাওয়ার বিকল্প রাস্তা নেন। কিন্তু দুর্ঘটনা শিলিগুড়িতে হওয়ায়, তা উত্তরপ্রদেশের MACT-এর কাছে যাওয়া উচিত নয় বলে আবেদন বাতিল করা হয়েছে।
Motor Accident Claim Need Not Be Filed Before MACT Of Area Where Accident Occurred : Supreme Court#SupremeCourt #SupremeCourtofIndia https://t.co/tlXOc7JNiX
— Live Law (@LiveLawIndia) August 4, 2023