Rujira Banerjee with Abhishek Banerjee (Photo: Twitter)

কলকাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে(Recruitment Irregularities) ইডির(ED) তলবকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে(Supreme Court) গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের(Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়( Abhishek Banerjee) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এ বার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক-রুজিরা। তাঁদের আর্জি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক এবং রুজিরাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তলবকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেনে এই দম্পতি। সোমবার তাঁদের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা ত্রিবেদী এবং সতীশচন্দ্র শর্মা তাঁদের আবেদন খারিজ করে দেন। আগামী ১৩ অগস্ট রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত। কপিল সিবালের নেতৃত্বে অভিষেক মনু সিংভি এবং গোপাল শঙ্করনারায়ণ এই মাওলায় আদালতে সওয়াল করেন। ইডির তরফে ছিলেন আইনজীবী জোহেব হোসেন এবং এস ভি রাজু। প্রসঙ্গত, রাজ্য শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠিয়েছিল ইডি। কিন্তু তাঁদের দু'জনের বাড়ি কলকাতাতে হওয়ায়, নিজের শহরেই তলবের আর্জি জানান তাঁরা।

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা অভিষেক-রুজিরার