দিল্লি, ৯ এপ্রিল: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার সিবিআই তদন্তের দাবি খারিজ করল সুপ্রিম কোর্ট। গত ১০ মার্চ বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে ভোট জনসংযোগ করতে গিয়ে আহত হন তৃণমূলনেত্রী সেসময় তাঁর পায়ে চোট লেগেছিল। এখনও সেই অসুস্থতা থেকে রেহাই পাননি। হুইল চেয়ার চড়েই রাজনৈতিক জনসভা থেকে শোভাযাত্রা সবই করছেন তিনি। সেদিন বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপরে হামলা হয়েছিল নাকি এটি নিছক দুর্ঘটনা, তা জানতে সিবিআই তদন্ত চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন উত্তরপ্রদেশের ৩ আইনজীবী। শুক্রবার সেই আবেদনকে খারিজ করল দেশের শীর্ষ আদালত। আরও পড়ুন-Kolkata: করোনার নাগপাশে সতর্ক রাজ্য, সরকারি অফিস গুলিতে ৫০ শতাংশ কর্মীতেই চলবে কাজ
এই প্রসঙ্গে আবেদনকারীদের যুক্তি, “নির্বাচনের মুখে এই ধরনের ঘটনায় স্বাধীন, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন নিয়েই প্রশ্ন ওঠে।” ভিড়ের মধ্যে থেকে ৪-৫ জন ধাক্কা দিয়েছেন বলে দাবি করেছিলেন মমতা নিজে। ‘ষড়যন্ত্র’-র অভিযোগ তুলেছিলেন তিনি। কোনও রাজ্যের প্রশাসনিক প্রধান যখন এই ধরনের অভিযোগ করে, সেটিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রচার কর্মসূচি চলাকালীন পায়ে আঘাত পান তৃণমূল নেত্রী। তা নিয়ে গত একমাস ধরে রাজনৈতিক তরজা অব্যাহত। নিছক ‘দুর্ঘটনা’-র জন্যই মমতা আঘাত পান নাকি, এর পিছনে ‘ষড়যন্ত্র’ ছিল, তা নিয়ে বিভক্ত রাজনৈতিক মহলও। এমন পরিস্থিতিতে গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতে আবেদনটি জমা পড়ে।
Supreme Court refuses to entertain a petition seeking a CBI investigation into the alleged incident at Nandigram in West Bengal, which left the state Chief Minister, Mamata Banerjee injured on March 10.
— ANI (@ANI) April 9, 2021
এদিকে সিবিআই তদন্তের দাবি খারিজ হওয়া নিয়ে বিজেপি বা তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। দুই পক্ষই ভোট রাজনীতি নিয়ে সবিসেষ তৎপর। মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও।