সুপ্রিম কোর্ট (Photo Credits: ANI)

জানুয়ারী মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পারদিওয়ালার ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল সমলিঙ্গের বিয়ে(Same Sex Marriage) নিয়ে কেন্দ্রীয় সরকারকে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের মতামত জানাতে হবে। সোমবার সেই মত  সুপ্রিম কোর্টে সমকামী বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার আবেদনের ওপর শুনানি হয়। সুপ্রিম কোর্ট জানায়  সমকামী বিয়েকে স্বীকৃতি দেওয়ার আবেদনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সুপ্রিম কোর্টে যে হলফনামা পেশ করে, তাতে সরাসরি সমকামী বিয়ের আইনি স্বীকৃতির বিরোধিতা করেছে তাঁরা। কেন্দ্র কোর্টকে বলেছে যে সমলিঙ্গের সম্পর্ক এবং বিষমকামী সম্পর্কগুলি স্পষ্টতই স্বতন্ত্র শ্রেণী যা অভিন্নভাবে বিবেচনা করা যায় না। কেন্দ্র সুপ্রিম কোর্টকে অবহিত করেছে যে সমকামী ব্যক্তিদের একসাথে বসবাস করা  এখন ভারতে অপরাধ। তাছাড়া একটি পরিবার মানে  স্বামী, স্ত্রী এবং সন্তান, সেখানে এই সমলিঙ্গ বিবাহকে ভারতীয় পারিবারিক  ধারণার সঙ্গে তুলনা করা যায় না।