নয়াদিল্লিঃ আজ, ২২ অগস্ট সকালে সুপ্রিম কোর্টে(Supreme Court) শুরু হয়েছে আরজি কর কাণ্ডে(R G Kar Rape Case) স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি চলছে। এদিন সিল বন্ধ খামে আর জি কর কাণ্ডের তদন্তের রিপোর্ট জমা দিল সিবিআই। আজ শুনানিকালে আর জি কর হাসপাতালে ভয়ের বারাবরণ নিয়ে আলোচনা হয়। এই প্রসঙ্গে সওয়াল করেন আইনজীবী গীতা লুথরা সওয়াল। তিনি জানান, আর জি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের ভয় দেখানো হচ্ছে। কারা ভয় দেখাচ্ছে? এমনটা প্রধান বিচারপতি জানতে চাইলে গীতা লুথরা জানান, যাঁরা ঘটনার প্রতিবাদে মুখ খুলেছিলেন তাঁরাই মূল টার্গেট। দুষ্কৃতীদের তরফে নানা চাপ আসছে। এ ছাড়া জুনিয়র চিকিৎসকদের নানা হয়রানির বিষয়ে প্রধান বিচারপতি বলেন, "এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ ব্যাপারে একাধিক মেইল পেয়েছি। জুনিয়র চিকিৎসকদের ৪৮ ঘণ্টা, ৩৬ ঘণ্টা ডিউটি দেওয়া উচিত নয়।"প্রসঙ্গত, মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার প্রথম শুনানি হয়। শুরু থেকেই রাজ্যকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি-সহ অন্য আইনজীবীরা।
সুপ্রিম কোর্টে চলছে আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি
🔴#BREAKING | Supreme Court takes up Central Bureau of Investigation (CBI), West Bengal cops' status reports #KolkataDoctorDeath #KolkataHorror pic.twitter.com/Vk6d8xEFhE
— NDTV (@ndtv) August 22, 2024