নয়া দিল্লি, ১২ জুলাইঃ আরও একবার স্বস্তির নিঃশ্বাস আম আদমি পার্টি (Aam Aadmi Party) শিবিরে। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হওয়া আপ মুখ্যমন্ত্রীকে গত লোকসভা ভোটের আগে দলের হয়ে প্রচারের জন্যে অন্তর্বর্তী জামিন দিলেছিল শীর্ষ আদালত। ফের একবার অন্তর্বর্তী জামিনে পেলেন কেজরিওয়াল। গত ২১ মার্চ গ্রেফতার হওয়ার পর দীর্ঘ ৯০ দিন হজতবাস করেছেন আপ আহ্বায়ক, পাশাপাশি তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী - এই সমস্ত দিন পর্যবেক্ষণ করে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। তবে এখনই মুক্তি মিলছে না মুখ্যমন্ত্রীর। ইডি দ্বারা গ্রেফতারির পর সিবিআই-ও গ্রেফতার করেছিল অরবিন্দকে। এখন তিনি সিবিআই হেফাজতে থাকায় সেই মামলায় প্রথকভাবে জামিন নিতে হবে আপ প্রধানকে।
অন্তর্বর্তী জামিনে মুক্ত কেজরিওয়াল...
Supreme Court while granting interim bail to Kejriwal in ED case observes that Arvind Kejriwal has suffered incarceration of 90 days and it’s conscious he is an elected leader.
— ANI (@ANI) July 12, 2024
আবগারি মামলায় ইডির গ্রেফতারি বেআইনি, সেই দাবি জানিয়ে হাইকোর্টে পালটা মামলা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তবে হাইকোর্ট রায় দিয়েছিল, এই গ্রেফতারি বেআইনি নয়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার ইডির গ্রেফতারি মামলায় কেজরিকে অন্তর্বর্তী জামিন দিল শীর্ষ আদালত (Supreme Court)।