নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: মুম্বইয়ে মুকেশ আম্বানিদের বাসভবন আন্টালিয়ার সামনে বোমাতঙ্কের পরই নড়েচড়ে বসল দেশের শীর্ষ আদালত। ভারতের ধনকুবের শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। ভারতের যে কোনও জায়গার পাশাপাশি বিদেশে সফর করলেও আম্বানিরা দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা পাবেন। তবে একেবারে বজ্র আটুনি জেড প্লাস নিরাপত্তার জন্য যাবতীয় খরচ আম্বানিদেরই বহন করতে হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই আম্বানিদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জেড প্লাস নিরাপত্তায় মোট ৫৫ জন বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা রক্ষী থাকেন। একটি বুলেটপ্রুফ গাড়ি সহ কনভয়ে ৫টির বেশী গাড়ি থাকে। প্রতি মাসে এর জন্য খরচ হয় ৩৩ লক্ষেরও বেশী টাকা। জেড প্লাস নিরাপত্তা বলয় লঙ্ঘন করা কার্যত অসম্ভব বলে মনে করা হয়। যদিও অতীতে জেড পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী, প্রমোদ মহাজন, রাজবীর সিং মত ব্যক্তিরা আততীয়ের হাতে খুন হন। আরও পড়ুন-আম্বানির আন্টিলিয়া, অমিতাভ বচ্চনের বাংলোয় বোমা, হুমকি ফোন
দেখুন টুইট
Supreme Court directs to provide highest level Z+ security cover to businessman Mukesh Ambani and his family members throughout India & abroad.
Entire cost of providing highest level Z+ security cover within territory of India or abroad shall be borne by them, court said. pic.twitter.com/qABwon3eIU
— ANI (@ANI) February 28, 2023
ভারতের ৪০জন ব্যক্তি সর্বোচ্চ এই নিরাপত্তা ব্যবস্থা জেড প্লাস পেয়ে থাকেন। তাঁদের মধ্যে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, বলিউড অভিনেতা সলমন খান, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, এনসিপি প্রধান শরদ পওয়ারের মত ব্যক্তিরা।
ভারতে জেড প্লাসের পাশাপাশি জেড, ওয়াই প্লাস, ওয়াই, এক্স ক্য়াটাগরির নিরাপত্তা ব্যবস্থা আছে।