উত্তরপ্রদেশের ৮০টি আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। এনডিএ এই প্রবণতায় এগিয়ে বলে মনে হচ্ছে। এই প্রবণতার মধ্যেই বিরোধীদের তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক (UP Deputy CM Brajesh Pathak)। তিনি বলেন, বিরোধীরা লাইনচ্যুত হয়েছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী বলেন, 'ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। সমস্ত পোলিং এজেন্ট গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। যেভাবে নির্বাচন হয়েছে, তাতে বিজেপি ৮০টি আসনের মধ্যে ৮০টি আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে বিজেপি। বিরোধীরা ভিত্তিহীন, তাদের কোনো নীতি নেই। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।' প্রাথমিক প্রবণতা অনুযায়ী, উত্তরপ্রদেশে ৩৫টি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে ২২টি আসনে, কংগ্রেস এগিয়ে ২টি আসনে। তাৎপর্যপূর্ণভাবে, আজ ইউপির ৮০টি আসনে ভোট গণনার পর অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে। অনেক প্রবীণদের বিশ্বাসযোগ্যতাও ঝুঁকির মধ্যে রয়েছে। CM Yogi Adityanath Video Before Counting: ভোট গণনার আগে গোরক্ষনাথ মন্দিরে গরুদের রুটি খাওয়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Lucknow: Uttar Pradesh Deputy Chief Minister Brajesh Pathak says, "BJP NDA is rapidly moving ahead with a huge majority; the BJP Alliance is coming in with an overwhelming majority..." pic.twitter.com/VkMXyFeYpv
— IANS (@ians_india) June 4, 2024
অন্য প্রার্থীরা হলেন লখনউ থেকে রাজনাথ সিং, রায়বেরিলি থেকে রাহুল গান্ধী, আমেঠি থেকে স্মৃতি ইরানি, কনৌজ থেকে অখিলেশ যাদব, মৈনপুরী থেকে ডিম্পল যাদব, মথুরা থেকে হেমা মালিনী এবং সুলতানপুর থেকে মানেকা গান্ধী। মেরঠ থেকে এগিয়ে রয়েছেন অরুণ গোভিল, গোরক্ষপুর থেকে রবি কিষাণ এবং আজমগড় থেকে এগিয়ে রয়েছেন সপা প্রার্থী ধর্মেন্দ্র যাদব। বারাবাঁকি লোকসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছে বিজেপি। এই আসনে এগিয়ে সমাজবাদী পার্টির তনুজ পুনিয়া। কৌশাম্বিতে সমাজবাদী পার্টির পুষ্পেন্দ্র সরোজ এগিয়ে, ঘোসি লোকসভা কেন্দ্রে এগিয়ে সমাজবাদী পার্টির রাজীব রাই, গায়াবাদে এগিয়ে রয়েছেন অতুল গর্গ।