চিনির রপ্তানির ক্ষেত্রে বাড়ল নিষেধাজ্ঞা। ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হল তিনি রপ্তানির ক্ষেত্রে। বুধবার ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে দেওয়া হয়েছে নোটিশ।
রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে কাঁচা চিনি, সাদা চিনি, পরিশ্রুত চিনি, জৈবিক চিনি ইত্যাদি।যদিও ইউরোপীয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চিনি রপ্তানিতে ছাড় থাকছে বলে জানা যাচ্ছে।প্রথামিকভাবে পয়লা জুন ২০২২ সাল থেকে অক্টোবর ৩১ তারিখের ২০২২ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হলেও তা পুনরায় ৩১ অক্টোবর ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়।
দেশীয় বাজারে চিনির দাম যাতে ঠিক থাকে সেই উদ্দেশ্যেই চিনির রপ্তানিতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
শুধু চিনি নয় বেশ কিছু চালের রপ্তানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। কিছু ক্ষেত্রে রপ্তানির জন্য বাড়ানো হয়েছে চার্জ। গত সপ্তাহেই সেদ্ধ চালের ক্ষেত্রে ২০ শতাংশ রপ্তানি চার্জ চাপানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত লাগু থাকবে এই নিয়ম।২০২২ সালের সেপ্টেমবর মাসে ভাঙা চালের রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এছাড়া বাসমতী ভিন্ন চালে ২০ শতাঁংশ রপ্তানি চার্জও বসানো হয়। শস্যের কম ফলনের আশাঙ্কা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
India extends sugar export restrictions until further orders
Read @ANI Story | https://t.co/yLtOg8kEen#Sugar #DGFT #India pic.twitter.com/7MzPhZrWi0
— ANI Digital (@ani_digital) October 18, 2023