প্রতীকী ছবি (Photo Creduts: Pixabay)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি ভিডিয়ো(Video) ভাইরাল(Viral) হয়েছে। যাকে ঘিরে রীতিমতো নিন্দের ঝড় উঠেছে নেটপাড়ায়। ভাইরাল এই ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্লাসরুমে(Classroom) বসে বিয়ারের(Beer) গ্লাসে চুমুক দিচ্ছে পড়ুয়ারা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মাস্তুরি এলাকার ভাটচৌড়া গ্রামের একটি সরকারি স্কুলে। ভিডিয়ো ভাইরাল হতেই টনক নড়ে স্কুল কর্তৃপক্ষের। এই ঘটনার পূর্ণ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন জেলা শিক্ষা আধিকারিক। সেই বিশেষ দল সোমবার স্কুলে গিয়ে বেশকিছু পড়ুয়া এবং অভিভাবকদের বয়ান রেকর্ড করে। কিছু পড়ুয়া জানায় যে তারা ভিডিয়ো করার সময় মজার ছলে বিয়ারের বোতল নাড়িয়েছিল কিন্তু কেউ পান করেনি। কিন্তু তদন্তে জানা গিয়েছে ছাত্রছাত্রীরা বিয়ার সেবন করে। ক্লাসের মধ্যেই এক সহপাঠীর জন্মদিন উদযাপনের সময় ক্লাসরুমের মধ্যেই চলে দেদার বিয়ার পান। আর এরপরই নড়েচড়ে বসে শিক্ষা দফতর। ওই স্কুল এবং এই ঘটনার সঙ্গে জড়িত পড়ুয়াদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর এমনটাই সূত্রের খবর।

ক্লাসরুমে বসে বিয়ার পান, ভাইরাল ভিডিয়ো ঘিরে নিন্দের ঝড়