দিল্লির বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা (ছবি: X)

নয়াদিল্লিঃ মহা শিবরাত্রিতে(Maha Shivratri 2025) আমিষ(Non Veg) খাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। মুহূর্তে রণক্ষেত্রের আকার ধারণ করল দিল্লির 'সাউথ এশিয়ান ইউনিভার্সিটি' ক্যাম্পাস। শিবরাত্রির দিন মেসে আমিষ খাবার পরিবেশনা নিয়ে বচসায় জরায় এসএফআই ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মহা শিবরাত্রিতে দিল্লির বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা

এসএফআই-এর অভিযোগ, অন্যান্য দিনের মতোই দুপুরে মেসে খাবার পরিবেশনা করা হয়। তাতে আমিষ থাকায় এর বিরোধীতা শুরু করে এবিভিপি। যেসব পড়ুয়ারা এই খাবার গ্রহণ করেন তাঁদের উপর চড়াও হয় বিজেপির এই ছাত্র সংগঠন। এমনকী ছাত্রীদের উপর হামলার অভিযোগ পর্যন্ত উঠেছে এবিভিপির বিরুদ্ধে। মেসে ঢুকে খাবার ফেলে দেয় এবিভিপি নেতারা, অভিযোগ এমনটাও। শুধু ছাত্রছাত্রীরাই নন, হামলার শিকার মেসের কর্মীরাও। দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, "আমাদের কাছে বিকে ৩.৩০ নাগাদ ফোন আসে। জানতে পারি ওই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি দু'পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।" ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

মহা শিবরাত্রিতে মেসে আমিষ খাবার পরিবেশন নিয়ে দিল্লির ইউনিভার্সিটিতে ধুন্ধুমার