আগে বিজেপি করতেন, আরএসএসের সদস্য ছিলেন। এরপর সমাজবাদী পার্টিতে যান। তারপর সব ছেড়ে কংগ্রেসে যোগ। তারপর নিজের যোগ্যতা প্রমাণ করে উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি। ন্যাড়া মাথার সেই বাহুবলী নেতা কংগ্রেসের অজয় রাই আবারও বারাণসী থেকে লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র বিরুদ্ধে। গত দুটি লোকসভা ভোটে তিনি মোদীর বিরুদ্ধে লড়ে তিন নম্বরে শেষ করেছিলেন। তবে এবার তিনি ভাল ফল করতে মরিয়া। রবিবার বারাণসীতে প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী অজয় রাই। দলীয় কর্মী-সমর্থকরা তাঁকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিলেন।
পাঁচবারের বিধায়ক অজয় রাই সাংবাদিকদের বললেন, " আমি কাশীর বাসিন্দা। এবং এখানকার প্রতটি রাস্তা, প্রতিটি বাড়ি, প্রত্যেক মানুষকে চিনি। এটাই আমার শক্তি। আমি মানুষের হয়ে লড়ছি, অন্য়ায়ের বিরুদ্ধে লড়ছি।" তিনি জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? যা নিয়ে মোদীর বিরুদ্ধে দাঁড়ানো কংগ্রেস প্রার্থী বললেন, 'সময়ই তার উত্তর দেবে। বিজেপির ভোটে এখানে ১০ লক্ষ পেরিয়ে যায় নাকি ওরা ১০ লক্ষ ভোটে হারে সেটা সময় জবাব দেবে।"প্রসঙ্গত, বারাণসীতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি সমর্থন জানাতে পারে কংগ্রেস প্রার্থী অজয় রাই-কে। বিজেপির দাবি এবার এখানে নরেন্দ্র মোদী ১০ লক্ষের বেশী ভোট পেয়ে জিতে নতুন রেকর্ড গড়বেন।
দেখুন ভিডিয়ো
#WATCH | Varanasi, Uttar Pradesh: State Congress leader and candidate from Varanasi Ajay Rai reaches his constituency.
He says, "...I am from Kashi and I am well aware of every street, house and person in Kashi. The time will tell whether the BJP will cross 10 lakh votes or will… pic.twitter.com/JF9DPI9z5L
— ANI (@ANI) March 24, 2024
২০১৯ লোকসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী যেখানে ৬ লক্ষ ৭৪ হাজার ভোট পেয়ে জিতেছিলেন। সেখানে দ্বিতীয় স্থানে থাকা এসপি-র শালিনী যাদবের থেকে ৪০ হাজার ভোট কম পেয়ে তৃতীয় হয়েছিলেন কংগ্রেসের অজয় রাই (১ লক্ষ ৫২ হাজার)। আর ২০১৪ সালে বারাণসীতে নরেন্দ্র মোদী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল -এর মধ্যে লড়াইয়ে দাঁড়িয়ে তৃতীয় হয়ে অজয় পেয়েছিলেন মাত্র ৭৫ হাজার ভোট। ২০০৯ সালে অজয় রাই বারাণসীতে সমাজবাদী পার্টির টিকিটে দাঁড়িয়েও তৃতীয় হয়েছিলেন ১ লক্ষ ২৩ হাজার ভোট পেয়ে। প্রসঙ্গত, বারণসী লোকসভার অন্তর্গত পাঁচটি লোকসভার মধ্যে বিজেপি-র চারটি ও এনডিএ-র শরিক আপনা দল (সোনেলাল)-এর একজন বিধায়ক আছে।