State Bank Of India Jobs 2023: কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে SBI-তে নিয়োগ, হাজারের বেশি শূন্যপদ, কীভাবে আদেবন করবেন? বেতন কত জানুন
State Bank Of India Jobs 2023 (Photo Credits: Facebook)

State Bank Of India Jobs 2023: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) নিয়োগ। হাজারেও বেশি নিয়োগ পত্র প্রকাশ করল SBI। বিজ্ঞপ্তি জারি করে শূন্যপদের ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক। কোন কোন পদে নিয়োগ? কারা আদেবন করতে পারবেন? কীভাবে আবেদন করবেন? বেতন কত? জানুন সবই।

কোন কোন পদে নিয়োগঃ

চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর, চ্যানেল ম্যানেজার সুপারভাইজার, সাপোর্ট অফিসারের বিভিন্ন পদে নিয়োগের জন্যে আবেদন পত্র প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কীভাবে আবেদন করবেনঃ

যোগ্য প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in. গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৩।

শূন্যপদ

মোট শূন্যপদের সংখ্যা ১০৩১ টি।

চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর – ৮২১ টি পদ

চ্যানেল ম্যানেজার সুপারভাইজার – ১৭২ টি পদ

সাপোর্ট অফিসার – ৩৮ টি পদ

বেতন

চ্যানেল ম্যানেজার ফ্যাসিলিটেটর – ৩৬,০০০ প্রতিমাসে

চ্যানেল ম্যানেজার সুপারভাইজার – ৪১,০০০ প্রতিমাসে

সাপোর্ট অফিসার – ৪১,০০০ প্রতিমাসে

যোগ্যতাঃ 

এই পদগুলির জন্যে নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতা ধার্য করা হয়নি। ব্যাঙ্কের অবসর প্রাপ্তকর্মীদের পুনর্নিয়োগ করা হবে। তাই প্রার্থীদের এটিএম পরিচালনার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া প্রার্থীদের নিজস্ব স্মার্ট ফোন থাকতে হবে। এছাড়াও মোবাইল, ল্যাপটপের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমাঃ 

উল্লিখিত আবেদন পদের জন্যে চাকরিপ্রার্থীদের বয়স ৬০ থেকে ৬৩ মধ্যে হতে হবে।