Bihar: বিহারে রাজনৈতিক প্রচারসভায় আবার ভাঙল মঞ্চ, আহত জন অধিকার পার্টি-লোকতান্ত্রিকের নেতা পাপ্পু যাদব সহ অন্যান্য নেতাকর্মীরা
বিহারে রাজনৈতিক প্রচারসভায় আবার ভাঙল মঞ্চ (Picture Source: ANI)

পাটনা, ৩১ অক্টোবর: বিহারে (Bihar) প্রচারসভায় আবারও ভাঙল মঞ্চ। আজ জন অধিকার পার্টি-লোকতান্ত্রিকের দলনেতা পাপ্পু যাদব (Pappu Yadav) ওরফে রাজেশ রঞ্জনের বক্তৃতা রাখার সময় হঠাৎই মঞ্চ ভেঙে পড়ে। উপচে পড়া ভিড়ের কারণে মঞ্চ ভেঙে পড়ে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মোজাফফ রনগরের মিনাপুর বিধানসভা কেন্দ্রের এই ঘটনায় পাপ্পু যাদব সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে তাঁর ডান হাতে চোট লাগে।

সংবাদসংস্থা এএনআই-র ভিডিওতে দেখা যায়, ৫৩ বছর বয়সী এই নেতা মাইক হাতে স্টেজে উঠে বক্তৃতা দিচ্ছিলেন আর সে সময়ই স্টেজ ভেঙে পড়ে। পাপ্পু যাদবের এই দলটি চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি, সোশাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এসডিপিআই) এবং আরও কয়েকটি ছোট দলের সঙ্গে জোটবদ্ধ। আরও পড়ুন, দেশে করোনা আক্রান্তের গণ্ডি ছাড়াল ৮১ লাখ, ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৪৮,২৬৮

বিহারে ২০২০-র বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া সমস্ত ছোট, বড় দল। ১৫ ই অক্টোবর সরান জেলায় জনতা দল (ইউনাইটেড) নেতা চন্দ্রিকা রাইয়ের নির্বাচনী প্রচার সমাবেশে মঞ্চ ভেঙে বেশ কয়েকজন আহত হয়। উপচে পড়া ভিড়ের কারণে মঞ্চটি ভেঙে যায়। তবে কোনও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার পরই সোনপুর বিধানসভা কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রাজীব প্রতাপ রুডিও মঞ্চে উপস্থিত ছিলেন।