বিশাল যাদব )ছবিঃX)

নয়াদিল্লিঃ 'অপারেশন সিঁদুর' চলাকালীন পাকিস্তানে তথ্য সরবারাহ করার অভিযোগে গ্রেফতার নৌ বাহিনীর এক কর্মী। দিল্লিতে অবস্থিত নৌ বাহিনীর সদর দফতর থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে তথ্য সরবরাহ করতেন তিনি, এমনটাই অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম বিশাল যাদব। হরিয়ানার বাসিন্দা। নৌ বাহিনীর সদর দফতরে সাধারণ কর্মী হিসেবে কাজ করতেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁর উপর নজর রেখেছিলেন গোয়েন্দারা। অবশেষে তাঁকে গ্রেফতার করেছে রাজস্থানের গোয়েন্দা শাখা।

দেশ থেকে গ্রেফতার পাকিস্তানি স্পাই

জানা গিয়েছে, তাঁর মোবাইল ঘেঁটে অনেক তথ্য পাওয়া গিয়েছে। পাকিস্তানের এক মহিলাকে প্রতিরক্ষা বাহিনীর নানা তথ্য সরবারহ করতেন বিশাল, এমনটাই উঠে এসেছে তদন্তে। মোটা টাকার বিনিময়ে চলত এই লেনদেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মূলত ওই ‘পাকিস্তানি হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। গোয়েন্দা সূত্রে দাবি, নিজেকে প্রিয়া শর্মা বলে পরিচয় দিতেন ওই মহিলা। পুলিশ আরও জানিয়েছে, অনলাইন গেমে আসক্ত ছিলেন বিশাল। খেলায় হারলেই প্রয়োজন হত বিপুল টাকা।অ্যাকাউন্টে ক্রিপটোকারেন্সি ট্রেডিং অ্যাকাউন্টে টাকা জমা পড়ার হদিশ মিলেছে। ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন গোয়েন্দারা। এই গোটা কর্মকাণ্ডে তাঁর সঙ্গে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

দেশে থেকে পাকিস্তানে তথ্যপাচার, গ্রেফতার নৌ বাহিনীর এক কর্মী