বন্ধুদের মধ্যে বচসা, আর সেই বচসাই রূপ নিল প্রাণঘাতী। কার্যত বন্ধুর বুকে ছুরি বসিয়ে দিল সহপাঠীরা। গত বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল মধ্য দিল্লির (Delhi) পাহাড়গঞ্জ এলাকায়। আহত কিশোর থানায় যাওয়ার পর পুলিশই তাঁকে প্রথমে কালাওয়াতি সরণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে আরএমএল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে অস্ত্রোপচার করে ছুরিটি বের করেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এই ঘটনায় শনিবার তিন নাবালককে গ্রেফতার করেছে পাহাড়গঞ্জ থানার পুলিশ।
প্রতিশোধের কারণে এই হামলা
জানা যাচ্ছে, ১০-১৫ আগে অভিযুক্ত এক কিশোরকে কয়েকজন মিলে মারধর করেছিল। প্রহৃত নাবালকের সন্দেহ ছিল ওই দলে বছর ১৫ বয়সী এই নাবালকও সামিল ছিল। সেই কারণে গত বৃহস্পতিবার স্কুলের সামনে তাঁকে কয়েকজন ধরে পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানেই তাঁকে মারধর করা হয় এবং ভাঙা বিয়ারের বোতল দিয়ে খুন করার হুমকি দেয়। তখন মূল অভিযুক্ত ব্যাগ থেকে ছুরি বের করে তাঁর ওপর হামলা চালায়।
গ্রেফতার ৩ অভিযুক্ত
সেই অবস্থায় আহত কিশোর পালিয়ে থানায় যায়। সেখানে অভিযোগ জানানোর পর শুরু হয় তদন্ত। শনিবার আরামবাগ এলাকা্ থেকে তিনজন কিশোরকে গ্রেফতার করে পুলিশ। সকলেরই বয় ১৩ থেকে ১৫ বছর বয়সের মধ্যে। বাকিদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান।