Supreme Court of India Photo Credit: Wikimedia Commons

মথুরার শ্রী কৃষ্ণ জন্মভূমি-শাহী ইদগাহ মসজিদ বিবাদে মসজিদ পরিদর্শনে কমিশনার নিয়োগের এলাহাবাদ হাইকোর্টের আদেশ স্থগিত করল সুপ্রিম কোর্ট। গত ডিসেম্বর মাসে মথুরার শাহী ঈদগা মসজিদ নিয়ে সমীক্ষার দাবিতে সায় দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। বলা হয়েছিল আদালত নিয়োজিত কমিটি খতিয়ে দেখবে হিন্দু পক্ষের দাবি। হিন্দুপক্ষ আদালতে দাবি করেছিল, মসজিদের ১৩ একর জমিই শ্রীকৃষ্ণ জন্মভূমি। সেখানেই ছিল মূল মন্দির।গত ১৩ মে দায়ের হওয়া প্রথম মামলাটি করেন নারায়ণী সেনা নামের একটি সংগঠনের জাতীয় সভাপতি মণীশ যাদব। তাঁর বক্তব্য, শাহী ইদগা মসজিদের ভিতরে হিন্দু মন্দিরের বহু নিদর্শন রয়েছে। সেগুলি নষ্ট করে ফেলার আগে ভিডিও সমীক্ষা করা প্রয়োজন।

উল্লেখ্য, বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে একই ধরনের সমীক্ষা গত বছর শেষ হয়েছে। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে সেখানে নিরীক্ষণের কাজ করছে

অযোধ্যা মামলার রায়ের পরই বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল, ওই রায়কে হাতিয়ার করে হিন্দু পক্ষ এরপর অন্যত্র হিন্দু মন্দির, দেবস্থান পুনরুদ্ধারের দাবি তুলতে শুরু করবে। বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচির মধ্যেও তা আছে। বস্তুত সেই কারণে বাবরি মসজিদ ধ্বংসের পর তারা নয়া স্লোগান আমদানি করে, 'এত সিরফ ঝাঁকি হ্যাঁয়, কাশী, মথুরা বাকি হ্যাঁয়।'