তিরুবনন্তপুরম, ৫ জানুয়ারি: কেরলের পদ্মনাভস্বামী মন্দির (Padmanabhaswamy Temple) বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। এই মন্দিরের সম্পদের পরিমাণ এক লাখ কোটি টাকারও বেশি। তার মধ্যে বেশিরভাগই সোনা, রুপো এবং হীরে। তবে মজার বিষয় হল এতকিছু থাকতেও আর্থিক সংকটে (Financial Crisis) পড়েছে মন্দির। তাই সাহায্য চাওয়া হয়েছে কেরল সরকারের কাছে।
পদ্মনাভস্বামী হলেন ত্রিবাঙ্কুরের রাজপরিবারের গুরুদেবতা। ত্রিবাঙ্কুরের মহারাজা মূলম থিরুনাল রামা বর্মা এই মন্দিরের ট্রাস্টি। পরিবারের একজন শীর্ষ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে আইএএনএসকে বলেছেন যে কোভিড অতিমারির কারণে মন্দিরের আর্থিক অবস্থা শোচনীয়। মন্দিরের নিত্য উপার্জন কমেছে। আর সেই কারণে রাজ্য সরকার ২ কোটি টাকা মঞ্জুর করেছে। এই টাকা সুদ সমেত এক বছরের মধ্যে ফেরত দিতে হবে।
মন্দিরে প্রায় ২০০ জন স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী রয়েছেন। এছাডা়ও অনেক অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন, যাঁরা পেনশন পান। মন্দিরের আনুমানিক মাসিক ব্যয় প্রায় এক কোটি টাকা। অতিমারি না আসা পর্যন্ত মন্দিরের কাজকর্ম আগের মতোই চলছিল। কিন্তু অতিমারি শুরুর পর থেকেই অবস্থা খারাপ হতে শুরু করে। তাই মন্দির কর্তৃপক্ষকে রাজ্য সরকারের কাছে সাহায্য চাইতে হয়েছিল।