বারাণসী, ২০ এপ্রিল: বাজারে পাতিলেবুর (Lemon) দামে আগুন লেগেছে। প্রতি পিস লেবু কোথাও ১০ টাকা, কোথাও আবার ২০ টাকাতেও বিক্রি হচ্ছে। লেবুর দাম যাতে কমে তার জন্য পুজো করা হল এবার। বারাণসীর মা আদিশক্তি মন্দিরে (Maa Adishakti T
emple) একটি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল পাতিলেবুর দাম নিয়ন্ত্রণে রাখতে।
দেবীকে তুষ্ট করতে ১১টি লেবু 'বলি' দেওয়া হয়েছিল। যিনি পুজোর আয়োজন করেছিলেন, সেই হরিশ মিশ্র বলেছেন যে 'তন্ত্র পূজার' ইচ্ছা পূরণ করার ক্ষমতা রয়েছে এবং তিনি আত্মবিশ্বাসী যে কয়েক দিনের মধ্যে লেবুর দাম কমবে। আরও পড়ুন: Delhi: দিল্লিতে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানার নিয়ম ফিরল
তিনি এটাও জানিয়েছেন যে কারও ক্ষতি না চাইলে কালো জাদু করার মধ্যে কোনও ভুল নেই। তিনি বলেন, "আসলে, এই পুজো ছিল লেবুর সমস্ত ভোক্তাদের কল্যাণের জন্য।"