
পাতি লেবুর রস ভীষণ উপকারী। ভাতের সাথে খেলে স্বাদ বদল করে দেয়।। এটি ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টিগুণ সমৃদ্ধ। পাতিলেবুর শরবত মুহূর্তে ক্লান্তি দূর করে। তবে পাতিলেবু শুধু খাওয়ার জন্য নয়। রূপচর্চায় এক বিরাট ভূমিকা। মুখের দাগ ছোপ দূর করতে এর জুড়ি মেলা ভার। দেখে নিন লেবু বিস্তৃত প্যাক কিভাবে আপনার মুখের জেল্লা বাড়িয়ে দেবে।
বেসন আর লেবুর প্যাক: বেসনের সাথে লেবুর রসের প্যাক ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কাজ করে। ৩ চামচ বেসন, ২ চামচ লেবুর রস, ১ চামচ হলুদ গুঁড়া ও সামান্য গোলাপ জল নিন। সবকটি উপকরণ খুব ভালো করে একটি পাত্রে মিশিয়ে নিন। তারপর তা মুখে মাখুন। এই প্যাকটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। কুড়ি মিনিট পর জল দিয়ে ধুয়ে দিন। সপ্তাহে দুদিন লাগানো যেতে পারে এই প্যাক। তাহলে দারুন কাজ দেবে। হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
দুধ আর লেবুর রসের প্যাক: দুধে লেবু দিয়ে এর সাথে আরও বেশ কিছু উপকরণ ব্যবহার করে এক অসাধারণ প্যাক তৈরি করতে পারেন । যা ত্বকের উজ্জ্বলতা বাড়াবে। দুধ ত্বকের জন্য যে কত ভালো তা আমরা সকলে জানি। ৩ চামচ দুধ, ২ চামচ লেবুর রস, ১ চামচ মধু ও হলুদ গুঁড়া নিন। একটি পাত্রে দুধ নিয়ে তাতে বাকিসব উপকরণ মেশান। তারপর এই প্যাক মুখে মাখুন। মিনিট ১৫ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন ব্যবহার করবেন এই প্যাক।
মধু ও লেবুর প্যাক: মধু ও লেবুর প্যাক তৈরি করেও মুখে লাগাতে পারেন। তাতে মুখের সমস্ত দাগ সব দূর হয়ে যাবে। সপ্তাহের দুদিন ব্যবহার করবেন এই প্যাক। দু চামচ লেবুর রস 2 চামচ বন্ধু ভালো করে মিশিয়ে নিন। হালকা আঙুলে মুখে লাগিয়ে নিন। মিনিট ১৫ এর পর যখন আস্তে আস্তে চামড়া টানবে তখন ধুয়ে ফেলুন।
এইভাবে লেবুর বিভিন্ন রকম প্যাক ব্যবহার করে মুখের দাগ ছোপ যেমন দূর হবে পাশাপাশি স্কিন হবে টানটান এবং চকচকে।