ভাত দিয়ে পাতিলেবু ! আহা স্বাদে অপূর্ব। খাওয়ার তৃপ্তি বদলে দেয়। এই গরমে গরম ভাতে একটু পাতিলেবুর রস দিলেই আর দেখতে হয় না। ‌ আর তার সাথে মাংসের ঝোল হলে তার কথাই নেই। যে কোন অনুষ্ঠান বাড়িতে গেলেও খাবারের পাতে প্রথমেই নুন এবং লেবু দেওয়া হয়। স্যালাড খাবেন তাতেও  লেবু। অনেকেই বলেন ভাতের সাথে লেবু চিপে খেলে অনেক উপকার পাওয়া যায়।।

স্টোক হওয়ার সম্ভাবনা কমে, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ থাকে, কারো শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকলে তা থেকে আরাম পাওয়া যায়। মূলত ভাতের সাথে লেবু হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয়। যে খাবারটি আপনি খাচ্ছেন তার দ্রুত হজম হয়ে যায়। ফলে  অম্বল সম্ভব হওয়ার সম্ভাবনা থাকে না। গ্যাস অম্বল না হলে  হার্ট অ্যাটাক এই ধরনের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। অর্থাৎ গ্যাসের কারণে এই সমস্যাগুলি হবে না। আবার লেবুর গুণাবলী ভাতের সাথে মিশলে তার শরীরে ভীষণ উপকারে লাগে। তাই লেবুর রস ভাতের সাথে খান। পাতিলেবুতে ভিটামিন সি সহ আরো একাধিক কার্যকরী ক্ষমতা রয়েছে। দুপুরের মধ্যাহ্নভোজনের সঙ্গে এই লেবুর রস শরীরে গেলে শরীর ঠান্ডা রাখে। তাই প্রতিদিন অন্তত একটি পাতি লেবুর রস দুপুরে খাবারের সাথে খান। পাতে রাখুন পাতি লেবু।