কর্ণাটকের গ্রামে আগুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ শর্ট সার্কিট (Short Circuit) থেকে ছড়াল আগুন। কর্ণাটকের (Karnataka) গ্রামে (Village) পুড়ল শতাধিক বাড়ি (House)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, কর্নাটকের ইয়াদগির জেলার জালিবেঞ্চি গ্রামে। মঙ্গলবার রাতের এই ঘটনায় মাথায় হাত গ্রামবাসীদের। অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রথমে আগুন লাগে একটি বিদ্যুতের খুঁটিতে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। ক্রমে একের পর এক বাড়ি গ্রাস করে আগুনের লেলিহান শিখা। আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে।

কর্ণাটকের  গ্রামে হাহাকার, আগুনে পুড়ে ছাই শতাধিক বাড়ি

এই ঘটনায় পুড়ে গিয়েছে শতাধিক বাড়ি। পুড়ে ছাই দরকারি নথি, আসবাবপত্র থেকে সমস্ত কিছু। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। আগুন নেভাতে কার্যত বেগ পেতে হয় দমকল কর্মীদের। গ্রামে পৌঁছোন আঞ্চলিক গুলবর্গা বিদ্যুৎ সরবরাহ দফতরের কর্তারাও। বুধবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে এখনও গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের রেশ কাটেনি। ভিটেমাটি হারিয়ে মাথায় হাত গ্রামবাসীদের।

বিদ্যুতের খুঁটি থেকে ছড়াল আগুন, পুড়ে ছাই শতাধিক বাড়ি